images

বিনোদন

সচিবজি কি ফুলেরা ত্যাগ করবে— জানা যাবে ‘পঞ্চায়েত ৫’-এ 

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

পরপর তিন কিস্তি ছক্কা মেরে চতুর্থ অধ্যায়েও দাপট ধরে রেখেছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সদ্য মুক্তিপ্রাপ্ত চতুর্থ পর্ব দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছেন দর্শক। প্রকাশ পেয়েছে পঞ্চম মৌসুমের পোস্টারও। সেইসঙ্গে প্রশ্ন উঁকি দিয়েছে কবে আসছে ‘পঞ্চায়েত ৫’? এবার জানা গেল উত্তর।

সিজন ৪-এ ফুলেরায় এসেছে একাধিক বড় পরিবর্তন। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল গ্রামপ্রধানের নির্বাচন। মঞ্জু দেবী হারিয়েছেন তার পদ, আর নতুন প্রধান হিসেবে উঠে এসেছেন ক্রান্তি দেবী। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত—সচিবজি অবশেষে 'ক্যাট' পরীক্ষা পাশ করেছেন। প্রথম সিজন থেকে যার ব্যক্তিগত লড়াই দর্শক কাছ থেকে দেখেছে, সেই যাত্রায় এটা নিঃসন্দেহে এক বড় মাইলস্টোন।

এই সাফল্যের পরই উঠে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন, সচিবজি কি ফুলেরা ছেড়ে বড় ক্যারিয়ারের পথে পা বাড়াবেন, নাকি যে গ্রাম ধীরে ধীরে তার নিজের হয়ে উঠেছে, সেখানেই থেকে যাবেন? সিজন ৪-এ আরও ইঙ্গিত মিলেছে সচিবজি আর রিঙ্কির সম্পর্কের গভীরতারও।

‘পঞ্চায়েত ৫’ মূলত ঘুরবে সচিবজির ভবিষ্যৎ সিদ্ধান্তকে ঘিরে। তার পরবর্তী পদক্ষেপ শুধু নিজের জীবনই নয়, ফুলেরার মানুষের জীবনেও বড় প্রভাব ফেলতে পারে, কারণ এখন এই গ্রামের অনেকেই তার ওপর নির্ভরশীল। পাশাপাশি রিঙ্কির সঙ্গে তার সম্পর্কও নতুন মোড় নিতে পারে আরও পরিণত, আরও আবেগঘন হয়ে উঠতে পারে সেই গল্প। চলতি বছর মুক্তি পাবে সিরিজটি। 

চতুর্থ অধ্যায় সাজানো হয়েছিল ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন নিয়ে। দুই প্রতিপক্ষের নানান কর্মকাণ্ড উঠে এসেছে তাতে। মঞ্জু দেবীর পক্ষে সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা এবং ক্রান্তি দেবীর নির্বাচনে বিনোদসহ অন্যদের ভূমিকায় মুগ্ধ দর্শক।