রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসছে ‘পঞ্চায়েত ৫’, প্রকাশ্যে পোস্টার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

আসছে ‘পঞ্চায়েত ৫’, প্রকাশ্যে পোস্টার 

পরপর তিন কিস্তি ছক্কা মেরে চতুর্থ অধ্যায়েও দাপট ধরে রেখেছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সদ্য মুক্তিপ্রাপ্ত চতুর্থ পর্ব দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছেন দর্শক। সেইসঙ্গে প্রশ্ন উঁকি দিয়েছে কবে আসছে ‘পঞ্চায়েত ৫’? এবার জানা গেল উত্তর। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির তারিখ নির্ধারণ করেছে টিভিএফ। জানিয়েও দিয়েছে তারা। ‘পঞ্চায়েত’-এর পঞ্চম অধ্যায় মুক্তি পাবে ২০২৬ সালে।


বিজ্ঞাপন


চতুর্থ অধ্যায় সাজানো হয়েছে ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন নিয়ে। দুই প্রতিপক্ষের নানান কর্মকাণ্ড উঠে এসেছে তাতে। মঞ্জু দেবীর পক্ষে সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা এবং ক্রান্তি দেবীর নির্বাচনে বিনোদসহ অন্যদের ভূমিকায় মুগ্ধ দর্শক। 

নির্বাচনের ফলাফলও চমকে দিয়েছে দর্শককে। ভোট গণনা শেষে দেখা যায় মঞ্জু দেবীর লাউ প্রতীককে পেছনে ফেলে ক্রান্তি দেবীকে জয়ের মালা পরিয়ে দেয় প্রেশার কুকার মার্কা। সিরিজ এখানেই শেষ হওয়ায় দর্শকের দুশ্চিন্তা সচিবজিকে নিয়ে। তার কী দুর্দশা হয় সেটি দেখতে পর্ব পাঁচের অপেক্ষায় তারা।

জানা গেছে, পঞ্চম পর্ব হবে হেরে যাওয়া দলের ঘুরে দাঁড়ানোর কাহিনি। নির্মাতারা জানিয়ে দিয়েছেন, আরও একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হন। নতুন মৌসুম নিয়ে আসছি। ওই সেই পোস্টারেই তারা জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’ মুক্তি পাবে ২০২৬ সালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর