images

বিনোদন

ওমর সানীকে নিয়ে নতুন করে যা বললেন আসিফ

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

গত বছরের শেষদিকে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। এর কিছুদিন পর এক সাক্ষাৎকারে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। 

গায়কের মন্তব্য ভালোভাবে নেননি অভিনেতা। আসিফের সাক্ষাৎকার প্রকাশের পর এক ভিডিও বার্তায় আসিফকে কড়া জবাব দেন সানী। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

দুইজনের মধ্যে কথা লড়াই বেশ উপভোগ করেছিল নেটিজেনরা। এ ঘটনার পর অনেকের মনে প্রশ্ন-আসিফ ও সানীর সম্পর্ক এখন কেমন আছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন আসিফ। তিনি বলেন, ‘এখন সবকিছু ঠিক হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে তো মিলে চলে না। একজন আরেক জনের বিরুদ্ধে মামলা করেন। আমরা তো শোবিজের মানুষ। আমরা নম্রতা, সভ্যতা শিখেছি। সানি ভাই আমার বড়। আমি নিজেই তাঁকে এক মিনিটের ভয়েস মেসেজ পাঠিয়েছি। আমরা ভুল করব। ছোট-বড়দের মধ্যে সমস্যা হবে সেটা আমরাই শেষ করব। তৃতীয় পক্ষ ঢুকলেই সমস্যা।’

গত বছরের শেষ সপ্তাহে ছোট ছেলেকে বিয়ে দিয়েছেন গায়ক আসিফ। ছেলের বিয়েতে ওমরা সানীকে দাওয়াত দিয়েছিলেন তিনি নিজেই। আসিফের কথায়, ‘কথার লড়াই শুরু করেছিলেন ওমর সানী। এরপর আমি বলেছি। তারপর আবার উনি বলেছেন। এরপর আমার ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছি এবং বলেছি, ‘সানি ভাই ওটা আর এগোবে না আমি থেমে যাচ্ছি’। আপনি আমার ছেলের বিয়েতে আসবেন। বড় ছেলের বিয়েতে এসেছিলেন। আমার ছোট ছেলের বিয়েতেও আসবেন। ওমরা পালনে সৌদিতে ছিলেন তাই আসতে পারেননি। কিন্তু আমার বার্তায় তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন।’ 

ইএইচ/