বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিংয়ের ঠোঁটের কোণে হাসি সবসময়ই লেগে থাকে। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। প্রথম সন্তান গর্ভাবস্থার শুরুর দিকে মদ্যপান করতেন তিনি- এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।
প্রথম সন্তানের জন্মের আগের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ভারতী এক সাক্ষাৎকারে বলেন, ‘সেদিন আমরা পার্টি করছিলাম, বিয়ার খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ। ভাবলাম, একবার ট্রাই করেই দেখি। সকালে টেস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক ঘণ্টা পরে উঠে দেখি স্ট্রিপে দুটো লাইন! হর্ষকে দেখাতেই ও পুরো অবাক হয়ে গিয়েছিল।”
ডাক্তারের কাছে গিয়ে ভারতী জানতে পারেন, তখন তিনি সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা। সে কথা বলতেই সাক্ষাৎকারে নিজে হাসতে শুরু করেন। এ সময় অভিনেত্রী বলেন, ‘আমি তখনও ড্রিঙ্ক করছিলাম। ডাক্তার বললেন, এখন থেকে সব বন্ধ। শুনে একেবারে থতমত খেয়ে গিয়েছিলাম।’
২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতী দ্বিতীয় পুত্রসন্তান জন্ম দিয়েছেন। যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। যদিও এই দম্পতি দ্বিতীয় সন্তান হিসেবে একটি কন্যাসন্তান চেয়েছিলেন।
ভারতী তার মাতৃত্বকে দারুণভাবে উপভোগ করেছেন। দ্বিতীয় সন্তান জন্মের আগে কৌতুক অভিনেত্রী ও তার স্বামী হর্ষ দুইজনে চেয়েছিলেন যেন তাঁদের কন্যাসন্তান হয়। যদিও এবারও তাঁদের কোল জুড়ে এসেছে পুত্রসন্তান। দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র তিন সপ্তাহের মাথায় আবারও কাজে ফিরেছেন।