শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের মা হলেন ভারতী সিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

ফের মা হলেন ভারতী সিং

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং দ্বিতীয়বার মা হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতী- হর্ষ লিম্বাচিয়া দম্পতির সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান। 

এদিকে আজ সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর। কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের দ্বিতীয় সন্তানের জম্ম দেন ভারতী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও নেটিজেনরা। 


বিজ্ঞাপন


২০১৭ সালে ভারতী- হর্ষ বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয়। চলতি মাসের শুরুতে বেবি বাম্প  প্রকাশ করে দ্বিতীয় সন্তানের ঘোষণা দিয়েছিলেন ভারতী। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মা ও নবজাতক দুইজনে সুস্থ আছেন।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর