বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
রানী মুখার্জির ভক্তদের জন্য বছরের শুরুতেই বড় এক সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় দুর্ধর্ষ পুলিশ অফিসার ‘শিবানী শিবাজী রায়’ হয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
আগেই ঘোষণা করা হয়েছিল ‘মারদানি ৩’ আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু ভক্তদের উন্মাদনা আর প্রবল চাহিদার কথা মাথায় রেখে নির্মাতাদের পক্ষ সিনেমাটির মুক্তির তারিখ প্রায় এক মাস এগিয়ে আনা হয়েছেন। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি বড় পর্দায় দেখা যাবে রানীকে।
সম্প্রতি যশরাজ ফিল্মস সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছে। সেখানে রানীর লুকসহ ছবিটি মুক্তির নতুন তারিখ নিশ্চিত করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিনি থামবেন না, যতক্ষণ না তিনি সবাইকে বাঁচান। রানী মুখার্জি পুলিশ হিসেবে ফিরে আসছেন।’
সিনেমাটি নিয়ে রানী মুখার্জি নিজেই দর্শকদের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘মারদানি ৩’ আগের দুটি কিস্তির তুলনায় অনেক বেশি ধারালো। অভিনেত্রীর কথায়, ‘মারদানি কেবল একটি সিনেমা নয়, এটি মানুষের আবেগের নাম। সেই জায়গা থেকেই এবারের কিস্তিটি হবে আরও অন্ধকার, আরও নির্মম এবং বাস্তবের রুক্ষ প্রতিচ্ছবি।’
২০১৪ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। প্রায় ৭ বছর পর ফিরছে ছবিটির তৃতীয় কিস্তি। এটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনায় আছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। ছবিতে রানী মুখার্জির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জানকি বোদিওয়ালাকে।
ইএইচ/