বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে বিরাজ করছে শোকের ছায়া। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকাহত ‘পাগল মন’ খ্যাত সংগীতশিল্পী দিলরুবা খান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক পোস্টে গায়িকা লেখেন, ‘চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না।’
তিনি যোগ করেন, ‘আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, যার মধ্যে একটি আক্ষেপ আমার আজীবন থেকে গেল। ২০০৩ সালে ২৭ সেপ্টেম্বর, তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে জিসাস প্রদত্ত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’ গ্রহণ করেছিলাম। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব।’

বেগম জিয়ার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া আক্ষেপ প্রকাশ করে দিলরুবা লিখেছেন, “আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে, সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ এই দুটি গান শুনব। আমার দুর্ভাগ্য যে, আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।”
সবশেষ তিনি লিখেছেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।’
ইএইচ/