images

বিনোদন

খালেদা জিয়ার মৃত্যুতে যা লিখলেন ‘আলো আসবেই’ গ্রুপের দুই অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া মোটা দাগে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীদের সোশ্যাল হ্যান্ডেল ভারি হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনকে হারানোর বেদনায়। 

414205724_10160570942026429_2858174404396841651_n_20240912_170223991_(1)

শোক ছুঁয়েছে আওয়ামী ঘনিষ্ঠ অভিনেত্রীদেরও। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার বিতর্কিত হোয়াটস্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সঙ্গে যুক্ত অভিনেত্রী সোহানা সাবা ও অরুণা বিশ্বাসও শোক প্রকাশ করেছেন সদ্য প্রয়াত বেগম জিয়াকে নিয়ে।

সোহানা সাবা নিজের ফেসবুকে লিখেছেন, ‘কি গৌরবময় এবং ঘটনাবহুল জীবন! শান্তিতে থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ 

অরুণা বিশ্বাস কালো রংয়ের পোস্টে সাদা অক্ষরে শুধু লিখেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করছি। প্রণাম। ১৯৪৫-২০২৫।’ বলে রাখা ভালো, বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে এবং তার মৃত্যু ২০২৫ সাল। 

image-846622-1725366358_20240905_122849596

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন খালেদা জিয়া। ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। এভার কেয়ার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ নেত্রী।