বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে তারেক রহমানের আগামীর নেতৃত্ব নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা ব্যক্ত করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নির্মাতা আশফাক নিপুণ এক পোস্টে লেখেন, ‘৫ আগস্ট ২০২৪ এর পর থেকে আজ পর্যন্ত কোনোরকম বেফাঁস কথাবার্তা যদি না বলে থাকেন কেউ, তিনি জনাব তারেক রহমান। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন বিষোদ্গারের চর্চা, মবোক্রেসি দেখতে দেখতে আমরা শঙ্কিত, তখন পপুলিজমের চর্চা বাদ দিয়ে সুনির্দিষ্টভাবে দেশ গঠনের বোরিং আলাপ দিনের পর দিন চালিয়ে যাওয়া, বিশেষ করে এই সময়ে আর্ট এবং কালচার নিয়ে উনার প্রতিশ্রুতি সত্যি আশাব্যঞ্জক।’
তারেক রহমানের উদ্দেশে শাওনের খোলা চিঠি
তিনি আরও লিখেছেন, ‘আবার এটাও সত্য আমরা ঘরপোড়া গরু। অবস্থা আমাদের এমন যে সিঁদুরে মেঘ না, সিঁদুরে রোদ দেখলেও আমরা এখন ডরাই। আশা করি বাংলাদেশের বৃহত্তম দলের প্রধান প্রতিনিধি হিসেবে উনি উনার কোনো কথার বরখেলাপ করবেন না। সাময়িক বা দীর্ঘ বিভক্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করবেন। নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করবেন।’
সবশেষে ‘মহানগর’ খ্যাত নির্মাতা লিখেছেন, ‘স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম জনাব তারেক রহমান। নিজের মাতৃভূমির মতো প্রিয় কোনো জায়গা আর নেই। বিশেষ করে শীতের এই আনন্দঘন ঋতুতে, যখন গাছের পাতায় পাতায় ভোরের শিশিরবিন্দু জমে।’
ইএইচ/