বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের উদ্দেশে শাওনের খোলা চিঠি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের উদ্দেশ্যে শাওনের খোলা চিঠি

ছোটপর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন তারেক রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। যেখানে একগুচ্ছ পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেছেন তিনি। চাটুকারিতা এড়িয়ে চলা, তরুণ প্রজন্মের ভাষা বোঝা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তাব করার জন্য আহ্বান জানিয়েছেন অভিনেতা। পাঠকদের জন্য শাওনের চিঠিটি তুলে ধরা হলো।

শ্রদ্ধেয় তারেক রহমান, আমি সৈয়দ জামান শাওন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক। আমি আপনার কাছে কিছু ভাবনা শেয়ার করতে চাই। আশা করি, নতুন বাংলাদেশ গড়ার স্থপতি হিসেবে আপনি আমার কথাগুলো বিবেচনায় নেবেন।


বিজ্ঞাপন


১. আপনার চারপাশের চাটুকারদের ভিড় এড়িয়ে চলুন এবং সর্বদা সজাগ থাকুন। ২. কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির সঙ্গে নয় সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকুন। ৩. আমরা রাজনীতিকদের ফাঁপা বক্তৃতা শুনে ক্লান্ত। আপনি এখন যেভাবে এগোচ্ছেন, তা প্রশংসনীয়। এটি বজায় রাখুন। আপনার দলের অন্যান্য নেতাদেরও একই পথ অনুসরণে উৎসাহিত করুন। বাংলাদেশের রাজনৈতিক আলোচনার মানদণ্ড যেন বিএনপি নির্ধারণ করে দেয়।

 ৪. দলের যেসব সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। নিজের দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার কঠোর অবস্থান জনগণের মনে আপনার প্রতি বিশ্বাস আরও সুদৃঢ় করবে। ৫. আপনার চলাচলের সময় সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে বিষয়ে আপনার উদ্বেগকে আমরা সাধুবাদ জানাই। আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। ৬. তরুণ প্রজন্মের ভাষা বোঝা বোঝার চেষ্টা করুন। আমরা কোনো নির্দিষ্ট ‘মার্কা’, ‘নেতা’ বা ‘দলের’ কাছে দায়বদ্ধ নই। আমরা মুক্তিযুদ্ধ এবং জুলাই-এর আদর্শে বিশ্বাসী। আমাদের খাটো করে দেখবেন না। ইন্টারনেটের কল্যাণে গত ২০ বছরে কে কী করেছে, তা খুঁজে বের করা আমাদের জন্য মুহূর্তের ব্যাপার। আমাদের বিচারবুদ্ধিকে গুরুত্ব দিন। আপনি যখন সঠিক পথে থাকবেন আমরা আপনার পাশে থাকব। আর ভুল করলে সমালোচনা করতে দ্বিধা করব না। 

৭. অন্যের মতামত শুনুন এবং তা মূল্যায়নের চেষ্টা করুন। সমালোচনার মুখে ধৈর্য ধরুন এবং কথার বদলে আপনার ভালো কাজ দিয়ে তার জবাব দিন। 

আপনিই একমাত্র ব্যক্তি যিনি বাবা হারানোর বেদনা, ভাই হারানোর শোক, প্রিয়জনের জানাজায় উপস্থিত হতে না পারার দুঃখ, শৈশবের ঘর হারানোর কষ্ট এবং নিজ দেশ ছেড়ে নির্বাসনে থাকার যন্ত্রণা বোঝেন।


বিজ্ঞাপন


সুবিধাবঞ্চিতদের কণ্ঠস্বর হোন। আর্তমানবতার রক্ষক এবং বাংলাদেশের কাণ্ডারি হোন। হোন নতুন বাংলাদেশের স্থপতি। স্বদেশে আপনাকে স্বাগতম। 

আরো কিছু কথা: আপনি যখন সংসদের নির্বাচিত নেতা হবেন তখন আমি আপনাকে নিয়ে আবার লিখব। আপনার সেই যাত্রার জন্য শুভকামনা রইল।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর