images

বিনোদন

‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক মারা গেছেন

বিনোদন ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ঢালিউডের জনপ্রিয় তারকা জুটি সালমান শাহ-মৌসুমীর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ মারা গেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক গাজি মাহবুব। 

পরিবারের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

prothomalo-bangla%2F2020-09%2Fe439757d-68a2-4d05-804b-66d94ef6088a%2Fsalman

৭০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জামান সুকুমার ছিলেন ‘আনন্দমেলা সিনেমা লিমিটেড’-এর অন্যতম প্রযোজক। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও তার প্রযোজনা সংস্থা ‘আনন্দমেলা’র ব্যানারে নির্মিত হয়েছে একগুচ্ছ জনপ্রিয় সিনেমা। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’। ‘আনন্দমেলা সিনেমা লিমিটেড’ নির্মিত ছবিগুলো দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। 

বিনোদন অঙ্গনের বাইরে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।

তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

FB

চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি এক শোকবার্তায় জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইএইচ/