শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমান শাহ না, ‘কেয়ামত থেকে কেয়ামত’ করার কথা ছিল নোবেলের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

সালমান শাহ না, ‘কেয়ামত থেকে কেয়ামত’ করার কথা ছিল নোবেলের
সালমান শাহ-

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে আবির্ভাব হয় প্রয়াত সুপারস্টার সালমান শাহর। জনপ্রিয় এই তারকাকে নিয়ে নতুন এক তথ্য ফাঁস করলেন মডেল আদিল হোসেন নোবেল। সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে তিনি অকপটে স্বীকার করেছেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকা এই কালজয়ী সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে তার কাছেই গিয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কপাল খোলে সালমানের। তবে এই সিনেমাটি নিয়ে আফসোস নেই নোবেলের। 

নোবেলের কথায়, ‘আফসোসের উল্টোটা লেগেছে আমার কাছে। সিনেমাটি দেখার পর মনে হয়েছে, মাই গড, বেঁচে গেছি, আমি করি নাই। আমারটা কোনো দিন এত সুন্দর হতো না। ইমনের (সালমান শাহ) লুক, অভিনয়—সব মিলিয়ে পুরো সিনেমাটি খুবই সুন্দর লেগেছে। আমি করলে এটা নষ্ট হয়ে যেত—আমার কাছে এটা মনে হয়েছে। সিনেমা দেখার পর ইমনকে আমার ভালো লাগার কথা জানিয়েছিলাম।’

-_-removebg-preview-b98a8391de4d0782c47c24df25d55cf9

এইআরসি চায়ের বিজ্ঞাপনে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু নোবেলের। এর আগে কোমল পানীয় স্প্রাইটের একটি বিজ্ঞাপন করেছিলেন তিনি। তবে সেটা প্রচার হয়নি। অন্যদিকে সালমান শাহ দেখা গিয়েছিল ফান্টার বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল। নোবেলের করা বিজ্ঞাপনটি প্রচারিত হয়নি। এ নিয়েও আফসোস নেই নোবেলের।  

এই মডেলের ভাষ্য, ‘আমি, ইমন ও ইমরান তিনজন তিনটি বিজ্ঞাপন করেছিলাম। শুটিং শেষে ইমরান ও ইমনের কাজ দেখে দারুণ লেগেছিল। আমাকে যখন ডাকা হলো, তখন খুব ক্লান্ত ছিলাম। রেকর্ডিংয়ের সময়ই কাজটি দেখে খুব আপসেট হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, আমাকে দিয়ে আর মডেলিং হবে না। তাই খুব খুশি হয়েছিলাম যখন আমাকে জানানো হলো, আমার বিজ্ঞাপনটি অ্যাপ্রুভ হয়নি।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর