images

বিনোদন

‘ধুরন্ধর’-এর পরিচালকে বিজেপির দালাল বলে কটাক্ষ জনপ্রিয় ইউটিউবারের

বিনোদন ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

পাকিস্তানের গ্যাং ওয়ার নিয়ে নির্মিত ‘ধুরন্ধর’ ছবিটি মুক্তির ১৮ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটির টিকিট বিক্রি করেছে। স্পাই থ্রিলার ছবিতে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তির পর থেকে অভিযোগের তীরে বিদ্ধ ছবিটি। এবার যুক্ত হলো নতুন সমালোচনা। ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এক রিভিউ ভিডিওতে ছবির পরিচালক আদিত্য ধর বিজেপির চাটুকার বা দালাল বলে অভিহিত করেছেন।

তিনি দাবি করেছেন, ছবিতে ব্যবহৃত অনেক তথ্য ভুল এবং বিভ্রান্তিকর। বিজেপি সরকারের পক্ষ থেকে অনেক তথ্য ভুল দেওয়া হয়েছে। ‘ধুরন্ধর’- এর কাহিনী ভুয়া বলেও দাবি করেন তিনি। 

Ranbir_durandhar

রিভিউ ভিডিওতে ধ্রুবকে বলতে শোনা যায়, ‘ছবির প্রথম রিভিউ ভিডিওটি নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। আবার অনেকে পছন্দ করেছেন। ‘ধুরন্ধরে’র পরিচালক আদিত্য ধর একজন বিজেপির চাটুকার তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দালাল, বিজেপির প্রচারক আড়ালে চলচ্চিত্র নির্মাতা। তাঁর যোগ্যতা কী এখন আমরা বুঝেছি। উনিও বিবেক অগ্নিহোত্রীর মতো বিজেপির দালাল। বিজেপি অনুমোদিত বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার ওই ভিডিওতে নেতিবাচক মন্তব্য করেছেন। যেগুলোর স্ক্রিনশট এখানে দেওয়া হলো। আপনারাই দেখে নিন। তবে ট্রোলিং তো বন্ধ হবে না।’

তিনি আরও বলেন, ‘নেতিবাচক মন্তব্যের একটা ভালো দিক হলো বিজেপির খুঁতগুলো আমি এখানে তুলে ধরেছি বলে অনেকেই আমার সমালোচনা করছেন। কিন্তু প্রায় ৯০ শতাংশ দর্শক আমার এই ভিডিওটি পছন্দ করেছেন। এ ধরণের ভিডিও করলে সাধারণত সেলিব্রিটি এবং প্রভাবশালীদের লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের পোস্ট বা ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে কিন্তু আমি দমে যাব না।’

ranbir_kfv

আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলারে রণবীর সিংকে দেখা গেছে হামজা আলী মাজারি ওরফে জসকিরত সিং রাঙ্গী নামক এক গুপ্তচরের চরিত্রে। তিনি পাকিস্তানের একটি বালুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিটিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদী। 

ইএইচ/