বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ভারতীয় কমেডিয়ান ভারতী সিং। তবে সন্তান জন্মের আগ মুহূর্তে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সন্তান প্রসবের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভ্লগ শেয়ার করেছেন ভারতী। সেখানে বলেছেন, “আমি গোলাপি আর নীল দুই রঙের জামা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ভেবেছিলাম মেয়ে হলে গোলাপি জামাটা পরাব আর ছেলে হলে নীলটা। আমাকে শেষ অবধি নীল জামাটাই পরাতে হয়। কারণ আমাদের ছেলে হয়েছে। ওর নাম কাজু। আমাদের প্রথম সন্তান গোলা খুবই আনন্দ পেয়েছে। ও ভাইকে পেয়ে খুবই খুশি। কাজুকে এখন সবার সামনে আনতে পারব না। যদি আনি এখন তাহলে আমার মা-বাবা খুবই রেগে যাবেন। তাই ওরা যখন বলবে তখনই সামনে আনব।”
এরপর বলেন, “আমার দ্বিতীয় সন্তান জন্মের দিন সকাল ছটার সময় হঠাৎই দেখি আমার সারা জামাকাপড় ভিজে গেছে। আমার আসলে ‘ওয়াটার ব্রেক’ শুরু হয়েছিল। তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করি। তিনি আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেন।”
এরপর ওয়াটার ব্রেকের মুহূর্ত দেখিয়ে বলেন, “আমি রীতিমতো কাঁপছি। আমার জামাকাপড় ভিজে গেছে। এরপর আমার জন্য আর কী কি অপেক্ষা করছে জানি না। খুবই ভয় পাচ্ছে।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন ভারতী সিং। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতী- হর্ষ লিম্বাচিয়া দম্পতির সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান। এবার ভাগ করে নিলেন ভয়াবহ অভিজ্ঞতা।