বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুসছে সব শ্রেণি পেশার মানুষ। এবার এ ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানালেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
রোববার (২১ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘একটা জীবন্ত মানুষকে তোমরা এভাবে পুড়ায়া মাইরা ফালাইলা! তোমাদের অন্তর কি একবারও কাঁপলো না!’
এরপর তিনি লেখেন, ‘আর তোমরা যারা মোবাইলে ভিডিও করছিলা, এই ভিডিও দিয়ে তোমরা কি করবা? বাড়িতে গিয়া বউ-বাচ্চা-বাবা-মাকে দেখাইবা যে, এই দেখ আজকে একটা জীবন্ত মানুষ পুড়ানোর ভিডিও করে নিয়া আসছি। তোমরা দেখ।’
সবশেষে জীবন লিখেছেন, ‘আমরা হয়তো ভুলেই যাচ্ছি, ‘সবার ওপরে মানুষ সত্য! তারপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান।’
এদিকে দিপুকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দিপু চন্দ্র দাস, যার বয়সী ২৮ বছরের কাছাকাছি। তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে।