বিনোদন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়া হয়। এবার অস্কার অনুষ্ঠান সম্প্রচারে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন। ২০২৯ সাল থেকে অস্কার অনুষ্ঠানের গ্লোবাল এক্সক্লুসিভ রাইটস বা বৈশ্বিক সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। সম্প্রতি ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এবং ইউটিউবের মধ্যে দীর্ঘ মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী ২০২৯ সালের থেকে ২০৩৩ সাল পর্যন্ত সমস্ত সম্প্রচার কার্যক্রম করবে ইউটিউব। ফলে বিশ্বের ২০০ কোটিরও বেশি দর্শক ইউটিউবে বিনামূল্যে সরাসরি অস্কার অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে ইউটিউব টিভি সাবস্ক্রাইবাররাও এ সুবিধা ভোগ করতে পারবেন।

কী কী দেখা যাবে?
শুধুমাত্র মূল অনুষ্ঠানই নয় ইউটিউবের মাধ্যমে দর্শকরা রেড কার্পেট, বিহাইন্ড-দ্য-সিন (পর্দার পেছনের দৃশ্য), গভর্নরস বল এবং আরও অনেক আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন। বিশ্বব্যাপী দর্শকদের সুবিধার্থে বিভিন্ন ভাষার ডাবিং যুক্ত করা হবে এবং সাবটাইটেল সুবিধা থাকবে।
অস্কারের মূল অনুষ্ঠানের পাশাপাশি নমিনেশন ঘোষণা, গভর্নরস অ্যাওয়ার্ডস, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস, চলচ্চিত্র নির্মাতাদের সাক্ষাৎকার, ফিল্ম এডুকেশন প্রোগ্রামগুলো অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইউটিউবের সঙ্গে এ চুক্তি অ্যাকাডেমির কাজকে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেবে। যা আমাদের সদস্য এবং চলচ্চিত্র প্রেমীদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। এই সহযোগিতার মাধ্যমে আমরা ইউটিউবের বিশাল প্রচার ক্ষমতাকে কাজে লাগিয়ে অস্কারসহ আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারব। আমরা একসঙ্গে চলচ্চিত্রের জয়গান গাইতে পারব, নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করতে পারব এবং আমাদের সিনেমার ইতিহাসকে বিশ্বে পৌঁছে দিতে পারব।’
ইউটিউবের সিইও নীল মোহন বলেন, ‘অস্কার হলো আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান স্তম্ভ। অ্যাকাডেমির সাথে এই অংশীদারিত্ব বিশ্বজুড়ে সৃজনশীলতা এবং চলচ্চিত্র প্রেমীদের নতুনভাবে উজ্জীবিত করবে।’
উল্লেখ্য, ২০২৮ সালের ১০০তম অস্কার পর্যন্ত বর্তমানে চলমান ডিজনি এবিসি (Disney ABC) এবং বুয়েনা ভিস্তা ইন্টারন্যাশনালের সাথেই অ্যাকাডেমির চুক্তি বহাল থাকবে।