images

বিনোদন

হিজাব পরা নারীকে হেনস্তা বিহারের মুখ্যমন্ত্রীর, প্রতিবাদ বলিউড তারকার 

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

গত সোমবার সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। এ ঘটনায় তীব্র বিতর্কের আগুন ছড়িয়েছে গোটা ভারতে। 

মুখ্যমন্ত্রীর কুকীর্তির ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তুলাধুনা শুরু করেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু শোবিজ তারকারাও এক হাত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীকে। ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম, যিনি কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগড়ে লিখেছেন, ‘জনসমক্ষে একজন নারীর মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়।’

বিহারের মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে জায়রা বলেন, ‘একজন মুসলিম নারী হয়ে, অন্য একজন নারীর হিজাব ধরে টানাটানিকে একদম বরদাস্ত করব না। তিনি যে হোন না কেন! ক্ষমতা কখনই সীমা লঙ্ঘনের অনুমতি দেয় না। নীতীশ কুমারের অবিলম্বে ওই নারীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। একজন নারীর মর্যাদা এবং শালীনতা নিয়ে খেলা করা উচিত নয়। তাও আবার জনসমক্ষে।’

গত সোমবার (১৫ ডিসেম্বর) পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে আয়ুর্বেদিক চিকিৎসকদের হাতে সরকারি হাসপাতালে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের এক পর্যায় এক মুসলিম নারী চিকিৎসককে দেখে নিজের বিকৃত মানসিকতাকে লুকাতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পর আচমকাই ওই চিকিৎসকের হিজাবের দিকে ইঙ্গিত করেন তিনি। তার পরে সবাইকে চমকে দিয়ে হিজাব টেনে খুলে ফেলেন। 

ইএইচ/