বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে হলিউড চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে তাদের ব্রেন্টউডের বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ অপমৃত্যু হিসেবে তদন্ত শুরু করলেও পরে হত্যা মামলায় মোড় নেয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে ‘পিপল’ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, এই দম্পতিকে তাদের ছেলে নিক রেইনার হত্যা করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত এ হত্যায় জড়িত কারো নাম পরিচয় নিশ্চিত করেনি। হত্যার কারণ এবং হত্যাকারীকে চিহ্নিত করতে তদন্ত চলছে।

সত্তরের দশকে শোবিজের সঙ্গে যুক্ত হন অভিনেতা ও নির্মাতা রব রাইনার। সিবিএস-এর জনপ্রিয় সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’ তে মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এর বাইরে অভিনেতা হিসেবে রবকে দেখা গেছে স্লিপলেস ইন সিয়াটল, বুলেটস ওভার ব্রডওয়ে, ইডিটিভি, এভরিওয়ান’স হিরো ও দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো সিনেমায়।
হলিউডের সফল পরিচালকদের একজন রব। ‘ওয়েন হ্যারি মেট স্যালি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ‘স্ট্যান্ড বাই মি’ছবিগুলোর নির্মাতা তিনি। ‘আ ফিউ গুড মেন’ ছবির জন্য অস্কার মনোনয়নও পান তিনি।

এদিকে স্ত্রীসহ রব রাইনারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হলিউডে। শোকপ্রকাশ করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কমলা হেরিস ও শোক জানিয়েছেন। এছাড়াও তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।
ইএইচ/