সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হলিউড

স্ত্রীসহ কিংবদন্তি পরিচালকের মরদেহ উদ্ধার, ক্ষত-বিক্ষত শরীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

স্ত্রীসহ কিংবদন্তি পরিচালকের মৃত্যু, ছুরির আঘাতে ক্ষত বিক্ষত শরীর

স্ত্রীসহ কিংবদন্তি হলিউড নির্মাতা রব রাইনারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে রব ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর টিএমজেড।

টিএমজেড-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে রব ও মিশেলের ব্রেন্টউডের বাড়িতে দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করে যে তারা আর কেউ নয়, স্বয়ং রাইনার দম্পতি। 


বিজ্ঞাপন


রিপোর্টে আরও দাবি করা হয়েছে, দুই জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যা দেখে প্রাথমিক ভাবে ছুরির আঘাত বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এলএপিডির রবারি হোমিসাইড ডিভিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।

একাধারে অভিনেতা ও নির্মাতা ছিলেন রব। তার উত্থান সত্তরের দশকে। সিবিএস-এর জনপ্রিয় সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’ তে মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এর বাইরে অভিনেতা হিসেবে রবকে দেখা গেছে স্লিপলেস ইন সিয়াটল, বুলেটস ওভার ব্রডওয়ে, ইডিটিভি, এভরিওয়ান’স হিরো ও দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো সিনেমায়। 

হলিউডের সফল পরিচালকদের একজন রব রাইনার। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ‘স্ট্যান্ড বাই মি’ছবিগুলোর নির্মাতা তিনি। ‘আ ফিউ গুড মেন’  ছবির জন্য অস্কার মনোনয়নও পান তিনি।

এদিকে স্ত্রীসহ রব রাইনারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। করছেন স্মৃতিচারণও। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর