images

বিনোদন

ভারতের ‘ধুরন্ধর’-এর জবাবে সিনেমা নির্মাণের ঘোষণা পাকিস্তানের

বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ’ ঝড় তুলেছে বক্স অফিসে। তবে ছবির গল্প নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। নিজ দেশেও বাঁধার মুখে পড়েছিল। পরে আদালতের হস্তক্ষেপে তা মীমাংসা হয়েছে। 

পাকিস্তান বিরোধী একাধিক সংবেদনশীল বিষয়বস্তুর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ধুরন্ধর’ ছবি। এ সিনেমায় পাকিস্তান ও লিয়ারিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এবার আদিত্য ধর নির্মিত ছবির পালটা জবাব দিতে গত শনিবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানে ঘোষণা করা হয়েছে ‘মেরা লিয়ারি’ নামে একটি ছবির।

Screenshot_2025-07-07_162153

পাকিস্তানের মন্ত্রী শারজিল ইনাম মেমন ছবির পোস্টার ভাগ করে লিখেছেন, “ভারতীয় ছবি ‘ধুরন্ধর’ প্রোপাগান্ডার আরও একটা উদাহরণ। এদের নিশানায় এবার লিয়ারি। লিয়ারি বলতে আমরা হিংসা বুঝি না। বরং সংস্কৃতি, শান্তি ও বাসিন্দাদের প্রতিভার জন্য লিয়ারির কথা উঠে আসে। আগামী মাসে মুক্তি পাবে ‘মেরা লিয়ারি’। এই স্থানের আসল রূপ ওই ছবিতেই দেখা যাবে। লিয়ারি বলতে আমরা শান্তি, সমৃদ্ধি ও গৌরবকে বুঝি।” 

এদিকে ছবিটিকে পাকিস্তান বিরোধী বলে আখ্যা দিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটি মুক্তি পায়নি। সিনেমার গল্প নিয়ে বেশ সতর্ক অবস্থান নেয় আরব দেশগুলোর সেন্সর বোর্ড। শেষ পর্যন্ত ছয়টি দেশই ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি।

‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ভারতীয় সুপার স্পাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের গল্প তুলে ধরবেন নির্মাতা আদিত্য ধর। এ সিনেমায় রণবীর-সারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর.মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল।