images

বিনোদন

আন্তর্জাতিক উৎসবে ‘দেলুপি’

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

দেশ জুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’ । সিনেমার গল্প এবং অভিনয় মন জুড়িয়েছে সিনেমাপ্রেমীদের। খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’ এবার নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬–এ, যা বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। 

আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে উৎসবের ৫৫তম আসর। যেখানে বিশ্ব চলচ্চিত্র নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিত্বকারীরা অংশ নেবেন। এই মর্যাদাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ‘দেলুপি’ বাংলাদেশের স্বাধীন ধারা চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে নতুনভাবে তুলে ধরবে। 

delupi

রটারড্যামে ‘দেলুপি’র যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো টিম। এ ব্যাপারে পরিচালক তাওকীর বলেন, ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পড়ে গিয়েছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদেরকে কথা দিয়েছিলাম যে, সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো।’

তিনি যোগ করেন, ‘আর সেই সাথে আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছাটা ফেস্টিভ্যালের অর্গানাইজারদের জানিয়েছিলাম। তারাও রাজি হয়, এ ব্যাপারে এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’ 

ইএইচ/