রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেলুপি

ভালো ছবি তবুও দর্শক খরা, পাশে নেই ‘বাংলা সিনেমার পাশে থাকুন’ গোষ্ঠী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

ভালো ছবি তবুও দর্শক খরা, পাশে নেই ‘বাংলা ছবির পাশে থাকুন’ গোষ্ঠী

প্রথম সিনেমা ‘দেলুপি’ নিয়ে বড়পর্দায় এসেছেন ‘শাটিকাপ’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। গেল ৭ নভেম্বর খুলনায় এবং ১৪ নভেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। হল থেকে বের হয়ে দর্শকরাও ‘ভালো’ বিশেষণটি যোগ করছেন। তবে ভালো সিনেমা হয়েও দর্শক টানতে ব্যর্থ হচ্ছে ‘দেলুপি’। 

নারায়ণগঞ্জের সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি ঢাকা মেইলকে বলেন, ‘‘দর্শক সংখ্যা খুব কম। একেবারেই হাতেগোনা। তবে যারা দেখছেন তারা ছবির প্রশংসা করছেন। এক কথায় ভালো সিনেমা বলতে যা বোঝায় ‘দেলুপি’ তাই।’’  

delupi

তবে দর্শক খরা কেন— জানতে চাইলে দায় ‘দেলুপি’র ঘাড়ে দিলেন না তিনি। বললেন, ‘গেল ৪-৫ মাস ধরেই আমাদের এখানে দর্শক খরা। কোনো ছবিই দর্শক টানতে পারছে না। দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। সব মিলিয়ে ছবি দেখার মতো মানসিকতা বা বাজেট কোনোটাই দর্শকের অনুকূলে না। একারণেই হয়তো এরকম পরিস্তিতি।’

‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস’

মুক্তির দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ‘দেলুপি’। তবে দর্শক সংখ্যা প্রত্যাশা পূরণ করতে পারেনি কর্তৃপক্ষের। জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ এক কথায় বললেন, ‘ছবিটির দর্শক সংখ্যা আশানুরূপ না। প্রত্যাশা পূরণ করতে পারেনি।’ 

আরও ভয়াবহ চিত্র ঢাকার অদূরে কেরানিগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে। প্রেক্ষাগৃহটির কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, ‘দর্শকের অভাবে এ পর্যন্ত কোনো শো চলেনি ছবিটির। আজকাল অন্য ছবিগুলোরও একই দশা। এজন্য খোঁজ খবরও রাখতে ইচ্ছা করে না।’ 

tawkir_20251009_135358578_20251104_165437528

তবে কিছুটা ভিন্ন চিত্র রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের। সেখানকার আইটি এক্সিকিউটিভ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের এখানে শুধু সন্ধ্যা ৬টার শো চলছে ছবিটির। মোটামটি যাচ্ছে। ১৫-২০ জন করে দর্শক হচ্ছে।’

এদিকে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী নেটিজেনদের একটি অংশকে বলতে শোনা যাচ্ছে ‘দেলুপি’র পাশে নেই বিনোদন অঙ্গনের মানুষজন। তাদের দাবি, বিভিন্ন সময় মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার প্রচারণা চালাতে ও দেখার আহ্বান জানাতে দেখা যায় তারকাসহ শিল্পীদের। শুধু ‘দেলুপি’র পাশে নেই তারা।   

7af2c573ffbc5b926e45255c33134e4f2a034ce0c6e10e0e_20251104_165523665

সামাজিক মাধ্যমে সেরকমই লক্ষ্য করা গেছে। কেননা কয়েক বছর ধরে দেখা যায়, ঈদ মৌসুমসহ বিভিন্ন সময় ছবি মুক্তি পেলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে আওয়াজ তোলেন বিনোদন অঙ্গনের অনেকে। চলমান ক্রান্তিকাল থেকে ঘুরে দাঁড়াতে সিনেমা দেখার আহ্বান জানান তারা। ব্যক্তিবিশেষের ছবির ক্ষেত্রে শেয়ার ও প্রশংসার বন্যা বইয়ে দেন। 

শুধু ‘দেলুপি’র পাশে দেখা যাচ্ছে না ‘বাংলা সিনেমার পাশে থাকা’ গোষ্ঠীকে। অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ মূল ধারার মুষ্টিমেয় কয়েকজনকে ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলতে দেখা গেছে। এর বাইরে কাউকে টু শব্দটি করতে দেখা যায়নি। 

আরআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর