images

বিনোদন

১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, ধরে রাখতে পারেননি দ্বিতীয় স্বামীকেও

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

৭০-৮০ দশকের বলিউড সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লীনা চন্দভারকর। দীর্ঘ অভিনয় জীবনে জুটি বেঁধেছিলেন জিতেন্দ্র, বিনোদ খান্নার মতো কিংবদন্তি তারকার সঙ্গে। পর্দায় তাঁর সাফল্য এবং খ্যাতি ছিল ঈর্ষণীয়, কিন্তু বাস্তব জীবন সিনেমার গল্পকে হার মানায়।  

১৯৫০ সালের ২৯শে আগস্ট কর্ণাটকের ধরওয়াদে বিখ্যাত কোঙ্কানি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হতে বেশি দিন লাগেনি। মাত্র ১৮ বছর বয়সে কিংবদন্তি অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে। 

সুনীল দত্তের ‘মন কা মিত’ (১৯৬৮) ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদ খান্নার বিপরীতে বলিউডে অভিষেক হয়। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দ্রুতই নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘হামজোলি’, ‘হানিমুন’, ‘মেহবুব কি মেহেন্দি’, ‘মঞ্চালি’, ‘দিল কা রাজা’, ‘এক মহল হো সপনো কা’, ‘বিদাই’, ‘প্রীতম’, ‘বৈরাগ’, ‘কায়দ’ এবং ‘ইয়ারন কা ইয়ার’ -এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। 

শোবিজ জগতে সফলতা পেলেও লীনা চন্দভারকরের ব্যক্তিগত জীবনে সুখের দেখা অধারা থেকে গেছে। ক্যারিয়ারের সফলতার তুঙ্গ থাকা অবস্থায় ২৫ বছর বয়সে ভারতের গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দোদকরের ছেলে সিদ্ধার্থ বন্দোদকরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ অভিনেত্রী। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান অভিনেত্রীর প্রথম স্বামী সিদ্ধার্থ। 

সিদ্ধার্থের মৃত্যুর পর লীনা প্রায় এক যুগের বেশি সময় একাই জীবন কাটিয়েছেন। এরপর, ১৯৮০ সালে ৩০ বছর বয়সে তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন। এক পুরোনো সাক্ষাৎকারে লীনা প্রকাশ করেন যে, কিশোর কুমারকে বিয়ের সময় তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন। স্বামী, সন্তান নিয়ে ভালোভাবে কাটছিল তার জীবন। তবে ভাগ্য দীর্ঘদিন সহায় হয়নি। বিয়ের ৭ বছরের মাথায় কিশোরের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ইতি ঘটে। তখন লীনার বয়স ৩৭ বছর। দ্বিতীয়বার স্বামীকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন লীনা। 

ইএইচ/