জনপ্রিয় ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন আর নেই। শততম জন্মদিনের মাত্র দুইদিন আগে ফ্রান্সের ল্যাবাস্টাইড ডি’আর্মাগনাকে নিজ বাড়িতে গত ২৮ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্বজনরা।
১৯২৫ সালের ৩০ নভেম্বর ফ্রান্সের অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্মগ্রহণ করেন লিসে বোর্দিন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ৫০-এর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী দর্শক মহলে পরিচিতি লাভ করেছিলেন বিলি ওয়াইল্ডার নির্মিত ‘লাভ ইন দ্য আফটারনুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বিজ্ঞাপন
১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিভার গার্ল’সিনেমায় অভিনেত্রী ম্যাগাজিন সম্পাদক হিসেবে অভিনয় করেন। এছাড়াও ‘ইট হ্যাপেনস ইন রোমা’ এবং ‘ডিশনোরেবল ডিসচার্জ’ সিনেমায় একজন ম্যাগাজিন সম্পাদকে চরিত্রে অভিনয় করেছিলেন।
ওয়াইল্ডার এবং আইএএল ডায়মন্ডের লেখা প্যারিসভিত্তিক রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’সিনেমায় লিসে বোর্দিন মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের বিপরীতে অভিনয় করেন।
যুক্তরাষ্ট্রে অ্যালাইড আর্টিস্টস কর্তৃক মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্যবসা করতে ব্যর্থ হয়। তবে ইউরোপে ব্যপক ব্যবসা সাফল হয়েছিল।
অভিনীত বোর্দিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’, ‘কোয়ে দেস ইলিউশনস’ও ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।
বিজ্ঞাপন
ব্যক্তিজীবনে ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে অল্প সময়ের জন্য দাম্পত্য জীবনে জড়িয়ে ছিলেন।
ইএইচ/

