বিনোদন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
চিত্রনায়ক জায়েদ খান পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। গতকাল সোমবার সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেতা নিজেই দিয়েছেন।
বিমানে বসা একটি ছবি প্রকাশ করে হজে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। ওই পোস্টের ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘পবিত্র ওমরাহ পালনের জন্য আল্লাহর ঘরে রওয়ানা দিয়েছি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি। অভ্যুথানের বিরুদ্ধে অবস্থা নিয়ে যুক্ত ছিলেন আলো আসবেই গ্রুপে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামি তিনি। এসব কারণে এখনি দেশে ফেরা হচ্ছে না।
বর্তমানে, নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। তার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা ঢালিউড তারকাদের অজানা কথা জানতে পারছেন।
জায়েদ খানকে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা দেখা যায়। এটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
ইএইচ/