ঢালিউড চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। দর্শকদের সামনে ডিগবাজি দিয়ে কিংবা জামা খুলে উল্লাস করে সংবাদের শিরোনাম হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন অভিনেতা। ফেরার নাম নেই। গত ঈদে গণমাধ্যমকে জানিয়েছিলেন নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে ফিরবেন। এবার জানা গেল নতুন পরিচয়ে ফিরছেন এ নায়ক।
নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে। প্রথম পর্বটি প্রচার হবে ৪ জুলাই শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৮টায়।
_20250626_161504392.png)
নিজের ফেসবুকে খুব জোরেশোরেই প্রচারণাও চালাচ্ছেন। জায়েদ খান জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৮টায় আসছে অনুষ্ঠানের প্রমো ভিডিও। অনুষ্ঠানের জন্য গত কয়েকমাস নিজেকে প্রস্তুত করেছেন। ২ মাসে ১৪ কেজি ওজন ওজন জরিয়েছেন জায়েদ খান।
আগামী ৪ জুলাই প্রথম পর্বে কে বা কারা থাকছেন তার অনুষ্ঠানে সে বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। দর্শকদের চমক দেওয়ার জন্য বিষয়টা গোপন রেখেছেন। গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে-বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
ইএইচ/

