বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
দীর্ঘ আট বছর প্রেমের পাঠ চুকিয়ে মাস দুয়েক আগে বাগদান সম্পন্ন করেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আংটি বদলের পর শোনা যাচ্ছিল আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধবেন এই তারকা জুটি। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশমিকা বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই নিয়ে কিছু বলতেই চাই না। আমি আমার বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না আর তা আমি অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাব। আমার মনে হয় ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় সেটাকে সম্মান জানানো উচিত।’
_20251004_120758102.jpg)
এর আগে ‘থামা’সিনেমা প্রচারের সময় নায়িকার হাতে বাগদানের আংটির নজর কেড়েছিল। তখন অবশ্য় বাগদানের প্রসঙ্গে একগাল হেসে রশমিকা বলেছিলেন, ‘সবাই সব জানেন দেখছি!’ তবে তারকা জুটির কেউ বাগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিলমোহর বসাননি।
অনেক দিন ধরেই বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে।
ইএইচ/