images

বিনোদন

ক্যানসারের কাছে পরাজয়, জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেলেন সংগীতশিল্পী ডোনা জ্যাঁ গডশক্স। গত ২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি ধর্মশালায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিনিধি ডেনিস ম্যাকনালি। 

ম্যাকনালি এক বিবৃতিতে বলেন, ‘ডোনা জ্যাঁ গডশক্স ছিলেন একজন মিষ্টি স্বভাবের মানুষ। যারা তাঁকে ভালোবাসতেন তার মৃত্যুতে সবাই শোকহাত। ডেড ব্যান্ডের গীতিকার রবার্ট হান্টারের কথায়, ‘চারটি বাতাস তাঁকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিক’।” 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০-এর দশকে ‘গ্রেটফুল ডেড’ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছিলেন। তিনি মাসল শোলস হিসেবে কর্মজীবন শুরু করেন। যা সংগীত রেকর্ডিং স্টুডিওর জন্য বিখ্যাত। সেখানে তিনি পার্সি স্লেজের 'When a Man Loves a Woman' এবং এলভিস প্রিসলির 'Suspicious Minds' এর মতো ক্লাসিক গানে কণ্ঠ দেন।

১৯৭১ সালে তিনি তাঁর স্বামী ও কীবোর্ড শিল্পী কিথ গডশক্সের সাথে ‘গ্রেটফুল ডেড’ ব্যন্ডে যোগ দেন। এই তারকা দম্পতি একসাথে ‘Europe 72’ এবং ‘Terrapin Station’ -এর মতো জনপ্রিয় অ্যালবামগুলোতে কাজ করেন। কিথের মৃত্যুর আগে এই দম্পতি ‘হার্ট অফ গোল্ড’ ব্যান্ড গঠন করেন।

গায়িকার স্বামীর মৃত্যুর পর ব্যান্ড দলকে নেতৃত্ব দেন তিনি। ২০১৪ সালে সংগীতশিল্পী জেফ ম্যাটসনের সঙ্গে তাঁর শেষ স্টুডিও অ্যালবাম ‘ব্যাক এরাউন্ড’ প্রকাশ করেন।  

সূত্র- দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ইএইচ/