images

বিনোদন

মাধুরীর কনসার্ট দেখতে এসে ক্ষুব্ধ দর্শকরা, চাইলেন টাকা ফেরত

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের যাদু ও নাচের ঝলকের কথা সবার জানা। সেই সঙ্গে প্রখর অভিনয় দক্ষতা তো রয়েছেই। এই তিন অস্ত্রের সমন্বয় করেই বি-টাউনে তিনি রাজত্ব করেছেন নব্বই দশকের পুরোভাগ। 

সম্প্রতি কানাডার টরন্টো শহরে লাইভ শো ‘দিল সে’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মাধুরী। অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘন্টা পর মঞ্চে ওঠেন তিনি। তাতেই ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন মোটা অঙ্কের টিকিট কেটে তার পারফরম্যান্স দেখার জন্যে এতক্ষণ অপেক্ষা করতে হবে?

image

অনুষ্ঠানে অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন নেটিজেন মাধুরীর নাচের ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘আমার পরামর্শ মাধুরী দীক্ষিতের কনসার্টে যাবেন না। আপনার টাকা বাঁচান।’ একজন দর্শক হতাশ হয়ে লিখেছেন, ‘এটি ছিল সবচেয়ে খারাপ অনুষ্ঠান। বিজ্ঞাপনে বলা হয়নি যে মাধুরী প্রতিটি গানে ২ সেকেন্ড করে নাচবেন। আমরা টাকা ফেরত চাইছি।’ 

এবার অনুষ্ঠানে দেরিতে পৌছানোর বিষয়ে মুখ খুলল অনুষ্ঠানের আয়োজক সংস্থা। ‘ট্রু সাউন্ড লাইভ লিমিটেড’ এক বিবৃতিতে বলেছে, ‘ইভেন্টটি সময় মতো শুরু হয়েছিল। কিন্তু মাধুরীর ম্যানেজমেন্ট টিম তাঁকে কল টাইম সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল। ফলে তিনি কিছুটা সময় বিলম্বে অনুষ্ঠানে পৌঁছেছিলেন।’

470580055_1156770212484385_6414954104733213063_n

অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন ভক্ত দাবি করেছেন কনসার্ট অনুষ্ঠানটি একটি সেশনে পরিণত হয়েছিল। 

ইএইচ/