বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
প্রচলিত আছে, প্রশংসায় নারীর মন গলে। কিন্তু ঋজু বিশ্বাস প্রশংসা করতেই তা দাউ দাউ করে জ্বলে উঠল। ইনবক্সে নারীদের ‘শাড়িতে ভালো লাগছে’ বলে টলিউডের এ অভিনেতা হলেন কটাক্ষের শিকার। চাইলেন ক্ষমা। এবার বাংলাদেশের অভিনেত্রীও ফাঁস করলেন তার একটি স্ক্রিনশট।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে ঋজুর খুদে বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন অভিনেত্রী সঞ্চিতা দত্ত। সেখানে দেখা গেছে, অভিনেতা একই বার্তা দিয়েছেন সঞ্চিতাকে। তবে এতে দোষের কিছু দেখছেন না অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘‘ঋজু বিশ্বাস আমাকেও লিখেছিল ‘You Look Good In Saree’ আমার কাছে লাইনটা খুবই স্বাভাবিক এবং সুস্থ একটা কথা বলে মনে হয়েছে। এখানে নোংরামির কিছু আমি খুঁজে পাইনি। বরং এই লাইনটা একটা ভালো কিছুর প্রতীক হতে পারে, সিনেমার নাম, সিরিয়ালের নাম অথবা হতে পারে প্রেমিকাকে প্রেম নিবেদনের লাইন।’’
এরপর লেখেন, ‘আমার সাথে ফ্রেন্ডলিস্টে অনেকদিন থেকেই সে আছে। মাঝে মাঝে টুকটাক হাই হ্যালো কথা হয়েছে। এমনকি আমি এপার বাংলা সে ওপার বাংলার বলে দুই বাংলার কাজে নিয়েও আলাপ হয়েছে। আমার সাথে যতটুকু তার পরিচয়, সে আমাকে কখনও বাজে কথা বলেনি। যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মনে করছি, কারণ সে লাইভে এসে ক্ষমা চেয়েছে।’

ঋজুর বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন কলকাতার এক উঠতি মডেল। স্ক্রিনশট ফাঁস করে লেখেন, ‘তার বিরুদ্ধে আনেন ভার্চুয়াল হেনস্তার অভিযোগ। সেসময় নারীদের অনেকেই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ আনেন।’
শুরুতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন ঋজু। পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, ‘শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?’ কিন্তু সম্মিলিত কটাক্ষের সম্মুখে ধোপে টেকেনি প্রতিরোধ। বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে চান ক্ষমা।