সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘শাড়ি বিতর্কে’ ক্ষমা চাইলেন অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

‘শাড়ি বিতর্কে’ ক্ষমা চাইলেন অভিনেতা 

ইনবক্সে নারীদের ‘শাড়িতে ভালো লাগছে’বলে জীবন নাকাল টলিউড অভিনেতা ঋজু বিশ্বাসের। ‘বউ কথা কও’-এর ‘প্রিয় নিখিল’ রীতিমতো খলনায়ক সবার কাছে। যদিও শুরুতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন। পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন, ‘শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? কিন্তু সম্মিলিত কটাক্ষের সম্মুখে ধোপে টেকেনি প্রতিরোধ। বাধ্য হয়ে চাইতে হলো ক্ষমা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে লাইভে এসে ক্ষমা চাইলেন ঋজু। নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি বলেন, “আমি কোনো উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি। তবু যদি কারও খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি সকলের কাছে। এবার এই বিষয়টি বন্ধ করুন।”


বিজ্ঞাপন


আরও বলেন, “গত চার-পাঁচ দিন ধরে সোশাল মিডিয়াতে যা চলছে, তাতে আমি নিজে ভীষণভাবে বিধ্বস্ত। তার থেকেও বড় কথা, আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে। আমার মা আমাকে জানালেন বিষয়টি। মাকে আমি আমার ভগবান বলেই বিশ্বাস করি। মা আমাকে বললেন- সবাই আমার উপর খানিক বিরক্ত হয়েছেন হয়তো। ইন্ড্রাস্ট্রিতে আমার কিছু দাদাদিদিরাও আছেন, তারা সকলে আমার সঙ্গে কথা বলেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই- আমি কিন্তু কাউকে কোনোরকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলিনি, বা বলতে চাইনি। তাই আমার মন্তব্যে যদি কারও খারাপ লেগে থাকে, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। আমি দুঃখিত।”

ঋজুর অনুরোধ, “এই জিনিসটাকে আর নোংরামির দিকে নিয়ে যাবেন না, দয়া করবেন। আমার কোনো বাজে বা খারাপ উদ্দেশ্য কখনওই ছিল না। বাকিটা আপনাদের ওপর। আপনারা ভালো থাকবেন।”

কদিন আগে এক উঠতি মডেল স্ক্রিনশট ফাঁস করেন ঋজুর। তার বিরুদ্ধে আনেন ভার্চুয়াল হেনস্তার অভিযোগ। সেসময় নারীদের অনেকেই ঋজুর বিরুদ্ধে একই অভিযোগ আনেন। এরপর থেকেই কটাক্ষের শিকার অভিনেতা। বাধ্য হয়ে চাইলেন ক্ষমা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর