বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না। গায়ককে হত্যার অভিযোগে ইতোমধ্যে তার ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজককে গ্রেফতার করেছে আসাম পুলিশ। অভিযোগ, স্কুবা ডাইভিং করার সময় ম্যানেজার ও আয়োজকের গাফিলতিতে মৃত্যু হয়েছে গায়কের।
জুবিনের মৃত্যুর পর ভক্ত-অনুরাগীদের দাবির প্রেক্ষিতে সিঙ্গাপুর পুলিশকে মৃত্যুর রহস্য তদন্তের জন্য অনুরোধ জানান ভারত সরকার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুর পুলিশ তাঁদের তদন্ত প্রতিবেদনে দাবি করেছে, সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জুবিন গর্গের মৃত্যু হয়। যদিও আগের প্রতিবেদনা বলা হয়েছিল স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জনপ্রিয় এই গায়ক।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) জানিয়েছে যে ভারতের হাই কমিশনের অনুরোধে তারা জুবিন গর্গের ময়নাতদন্ত সহ প্রাথমিক তদন্তের রিপোর্টের অনুলিপি পাঠিয়ে দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, পানিতে ডুবে জুবিনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পেছনে কোনো রহস্য নেই। এর আগে সিঙ্গাপুর পুলিশ ফোর্স তাদের প্রাথমিক বিবৃতিতে বলেছিল জুবিনকে কেউ খুন করেছে বা কোনো অপরাধ লুকিয়ে রয়েছে, তা তারা আশঙ্কা করছে না।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন আইল্যান্ডে স্কুবা ডাইভিংয়ে যান জুবিন গার্গ। সেখানে তাঁকে পানি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষ হয়নি। মৃত্যকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

এদিকে আসাম পুলিশের হাতে গ্রেফতার জুবিনের ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক। ইতোমধ্যে তাঁদের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়েছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। সিঙ্গাপুর জুবিনের মৃত্যুতে অস্বাভবিক কিছুর প্রমাণ পায়নি। এখন আসম পুলিশ অভিযুক্তদের ব্যাপারে কী পদক্ষেপ নেবেন তা নিশ্চিতভাবে কিছুই জানায়নি দেশটির গণমাধ্যম।
ইএইচ/