সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুবিন গার্গের ম্যানেজার ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

শেয়ার করুন:

জুবিন গার্গের ম্যানেজার ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক গ্রেফতার

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাঁকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গুয়াহাটির এক আইনজীবী নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজকদের বিরুদ্ধ গাফিলতির অভিযোগে একটি মামলা করেন। 

এবার জুবিনের মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত ও তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেফতারের পর দুইজনকে ইতোমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শ্যামকানু ও সিদ্ধার্থকে কারাগারে আটক রাখার নির্দেশনা দিয়েছেন আদালত। 

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ।     

zuben-garg

২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিনের। তার আগেই মৃত্যু হয় গায়কের। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের শ্বাসকষ্ট শুরু হয়। সেখান থেকে উদ্ধার করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষরক্ষা হয়নি। 


বিজ্ঞাপন


এর আগে গেল ২৫ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জুবিন পানিতে নেমেছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। 

বলে রাখা ভালো, ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে আসামে পৌঁছায় জ়ুবিনের মরদেহ। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পথে নামেন হাজারো অনুরাগী। ২২ সেপ্টেম্বর প্রায় একই চিত্র দেখা যায় সরুসজাই স্টেডিয়ামে। অগণিত মানুষের মাঝে এ দিন নিয়ে আসা হয় জ়ুবিনের চার পোষ্য কুকুরকেও। ২৩ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে ধর্মীয় রীতিনীতি মেনে শেষকৃত্যে সম্পন্ন করা হয়। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর