images

বিনোদন

বিয়ে করলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মার্কিন সংগীতশিল্পী এবং জনপ্রিয় অভিনেত্রী সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাংকোর। শনিবার (২৭ সেপ্টেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে তারকা জুটির। বিয়ের খবর ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সেলেনা নিজেই। 

শনিবার সেলেনা একগুচ্ছ বিয়ের ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় একটি সাদা হ্যাল্টারনেক গাউন পরেছেন অভিনেত্রী এবং বেনি একটি কালো টাক্সেডো পরে আছেন। বিয়ের ছবিগুলো শেয়ার করে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৯-২৯-২৫ (অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, ২০২৫)। তার আগে ও পরে সাদা রঙের হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।’ 

২০২৪ সালের ডিসেম্বর মাসে বাগদানের ঘোষণা দিয়েছিলেন সেলেনা- বেনি। বাগদানের নয় মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা। 

ভোগ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠাতি হয়েছে সান্তা বারবারার Sea Crest Nursery নামক জায়গায়। অতিথিরা উপস্থিত হওয়ার পরে বিয়ের স্থানের বিষয়টি প্রকাশ করা হয়। অতিথিদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, এড শিরান, প্যারিস হিলটন, মার্টিন শর্ট এবং স্টিভ মার্টিনের মতো তারকারা। 

টিএমজেড সূত্রে জানা গেছে, প্রায় ১৭০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু সেলেনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

ইএইচ/