images

বিনোদন

দেশ ছাড়লেন অভিনেতা বাপ্পি চৌধুরী

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ঢালিউড চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরীকে শেষবার বড়পর্দায় দেখে গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরইমধ্যে কেটে গেছে দুই বছর। হাতে কোনো সিনেমার কাজ নেই অনেক দিন ধরেই। এবার জানা গেল, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেতা। 

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পি। এদিন সন্ধ্যায় বিমানে বসা একগুচ্ছ ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। ওই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘বন্ধু, কেমন আছো?’  

গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না। সেখানে নতুন পেশায় যুক্ত হবেন। বলা চলে জীবন-জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা। 

549915441_1347655546718349_5296002687724770261_n

এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় এক পোস্টে দেখা যায় আমেরিকায় পৌঁছে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে কালো টি-শার্ট, কালো প্যান্ট এবং চোকে কালো চশমা। ওই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শহর ঘুরে আনন্দ খোঁজা’। 

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পির। এক যুগের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’ – এর মতো সিনেমা। বাপ্পির মুক্তিপ্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়ায় পরিচালক ও প্রযোজকদের আস্থা হারিয়ে ছিলেন তিনি। 

ইএইচ/