বিনোদন প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অভিযানের নাম অপারেশন জ্যাকপট। বছর দুই আগে গেরিলা অভিযানের বীরত্বের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটি ২০২৪ সালের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও আলোর মুখ দেখেনি ছবিটি। বর্তমানে কোন পর্যায়ে আছে জানতে যোগাযোগ করা হয় ছবির পরিচালক, প্রযোজকের সঙ্গে।
নানা জটিলতায় এখনও শুটিং শেষ হয়নি বলে জানিয়েছেন অপারেশন জ্যাকপটের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও রাজিব বিশ্বাস।
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ঢাকা মেইল বলেন, ‘ফ্রান্সে একদিনের শুটিং বাকি আছে। বাকি সব শুটিং শেষ। ফ্রান্সে শুটিং হলেই কাজ শেষ। এরপর ডাবিং সহ অন্যান্য কাজ করা হবে।’

কলকাতা থেকে রাজিব বিশ্বাস বলেন, ‘শুটিং এখনও শেষ হয়নি। ফ্রান্সে শুটিং হওয়ার কথা ছিল। ক্লাইমেক্সের একটি অংশের শুটিং বাকি আছে। এজন্য জাহাজ, হেলিকাপ্টার লাগবে। সেগুলোর অনুমতি ছিল আমাদের কাছে। মাঝে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। এখন ফের সরকারের থেকে শুটিংয়ের উপকরণের (জাহাজ, হেলিকাপ্টার) অনুমতি প্রয়োজন। পেলেই শুটিং শুরু হবে।’
তবে ‘অপারেশন জ্যাকপট’ ছবির প্রযোজক ও অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বললেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন ছবিটি অফিসিয়ালি মুক্তির জন্য জমা পড়েছে। তার কথায়, ‘সিনেমার সব কাজ শেষ করে জুন মাসের আগে অফিসিয়ালি ছবিটি জমা দিয়েছি। এখন মুক্তির অপেক্ষায়। দেশ ঠিকঠাক হলে রিলিজ হবে। এখন তো সিনেমা দেখার মতো পরিবেশ নেই। আর এ সিনেমা সরকার মুলত ডকুমেন্টারির জন্য নির্মাণ করে। সময় সুযোগমতো মুক্তি পাবে।’

অপারেশন জ্যাকপট ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিবাহিনী কর্তৃক পরিচালিত একটি সফল নৌ-কমান্ডো অভিযান। ১৯৭১ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অপারেশনের মাধ্যমে নৌ-কমান্ডোরা পাকিস্তান বাহিনীর ২৬টি সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দিয়ে যুদ্ধের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশাল বাজেটের এ সিনেমাটিতে অনন্ত জলিল, অমিত হাসান, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, আমান রেজা প্রমুখ অভিনয় করছেন। এছাড়া আছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে।
ইএইচ/ আরআর