বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। সম্প্রতি আসন্ন ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছিল। আহ্বানে সাড়া দিয়ে অস্কারের জন্য ৫টি বাংলাদেশি সিনেমা জমা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। এরমধ্যে নির্বাচিত একটি সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তি পাওয়া যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তির শর্ত মেনে জমা পড়া ৫টি সিনেমা: ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এরমধ্যে ‘বাড়ির নাম শাহানা’ ছবিটি আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর, বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ ছবি দুইটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ ছবির মাধ্যমে ঢালিউড আত্মপ্রকাশ করেন তিনি। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ।

অন্যদিকে ‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি নির্মাণ করেছেন শঙ্খ দাসগুপ্তর। গল্পও তার। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
লীসা গাজী পরিচালিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। কৈশোর পেরোনোর আগেই শাহানা বাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। এ সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

গত বছরের ডিসেম্বর মাসের শেষ ভাগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’। সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের গৃহের মধ্যেই যুদ্ধটা যেন আড়াআড়ি চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবন সংগ্রামের আখ্যান ফুটিয়ে তোলেন। এতে দুই বোনের চরিত্রে দেখা যায় জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান।
চলতি বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলোচিত চিত্রনায়িকা রাজ রিপার ‘ময়না’ সিনেমা। মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। রাজ রিপা ছাড়া ‘ময়না’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ।
ইএইচ/