বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম
শ্রীময়ী চট্টরাজের টানে ১৭ বছরের সংসার ছেড়েছেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের পর নেটিজেনদের নানা বিরূপ মন্তব্যের মুখ পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে সেই সব কুরুচিপূর্ণ মন্তব্যকে কখনও পাত্তা দেননি তারা। তবে এবার যেন শ্রীময়ীর ধর্য্যের বাঁধ ছিড়েছে। স্বামীর অপমানে নেটাগরিকদের ওপর বেজায় চটেছেন তিনি। নিয়েছেন আইনি পদক্ষেপ।
শ্রীময়ীর সাম্প্রতিক এক পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন। এর আগে নেতিবাচক মন্তব্য এড়িয়ে গেলেও এবার নিরব থাকেননি অভিনেত্রী। জন্ম পরিচয় নিয়ে কটুক্তিকারী ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন কাঞ্চনপত্নী।

নেটিজেনের কটুক্তির জাবাবে শ্রীময়ী মন্তব্যের ঘরে লেখেন, ‘খুব খারাপ কিছু না হলে সাধারণত আমি কোনো বিষয়ে এতটা প্রতিক্রিয়া জানায় না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেন আমরা সেগুলি দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।’
কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গেল ১০ জানুয়ারি সেটি সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে ঘরে তোলেন শ্রীময়ীকে।
ইএইচ/