সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাড়ে আট মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, পাল্টা জবাব অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

সাড়ে আট মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, পাল্টা জবাব অভিনেত্রীর 

বিয়ের বছর না যেতেই বাবা-মা হয়েছেন টলিউড অভিনয়শিল্পী কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। 

সাড়ে আটমাস মায়ের গর্ভবাসের পর পৃথিবীতে এসেছে কাঞ্চন-শ্রীময়ীকন্যা। বিষয়টি খুব স্বাভাবিক। সাত মাসেও সন্তান জন্মের ঘটনা অহরহ। তারপরও শ্রীময়ীর সাড়ে আটে সন্তান প্রসবে আপত্তি নেটাগরিকের। কটাক্ষ শুরু করেছেন তারা। তবে তা চুপ করে সহ্য করেননি শ্রীময়ী। দিয়েছেন পাল্টা জবাব। 


বিজ্ঞাপন


Untitled-2-4

নেটিজেনদের কটাক্ষ নিয়ে মাথা ঘামাচ্ছেন না উল্লেখ করে বলেন, ‘আমার জীবনের সবটাই খোলা খাতার মতো। যখন যেটা হয়েছে সব জানিয়েছি। এখন শুধু ওই একরত্তিকে ভালো ভাবে বড় করতে চাই।’

এদিকে কালীপূজার দিন ঘরে লক্ষীর (কন্যা সন্তান) আগমনে কাঞ্চন খুশিতে আত্মহারা। নাম রেখেছেন কৃষভি। এরকম জানিয়ে সেসময় শ্রীময়ী বলেছিলেন, ‘খুব ফুটফুটে দেখতে। বেবিকট আলো করে শুয়ে আছে।’

kanchan-sreemoye-1-20241103184642


বিজ্ঞাপন


সন্তান জন্মের সময় কাঞ্চন সঙ্গে ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেছিলেন, ‘কাঞ্চন আমার সঙ্গে ছিল। সারাক্ষণ পাশে বসে গল্প করেছে। অস্ত্রোপচারে মেয়ের জন্মের পরেই আনন্দে চিৎকার করে ওঠে।’

কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ। গেল ১০ জানুয়ারি সেটি সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে ঘরে তোলেন শ্রীময়ীকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর