images

বিনোদন

‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে’

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মন্তব্য করেন বাংলাদেশ সম্পর্কে অনেকের কাছে ভুল বার্তা পৌঁছেছে। যা দেশের বাস্তব চিত্রকে বিকৃত করে তোলে। অভিনেত্রীর মতে দেশের বাস্তবতা অনেকসময় ভুলভাবে উপস্থাপিত হয়, যা পরিবর্তন দরকার। 

বাংলাদেশকে ঘিরে অনেক সময় বহির্বিশ্বের কাছে নেতিবাচক বার্তা পৌঁছায় এমন অভিযোগ তুলে জয়া বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। না হলে আমরা বেঁচে আছি কী করে?’

541273290_18287585347281767_3666349821936681407_n

বিনোদন দুনিয়া কি আগামী দিনে অনুসরণকারীদের সংখ্যার ওপরেই নির্ভর করবে, এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘আমি তো তেমনটা মনে করি না। আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকদের চোখে আমার অভিনয়ের ভালোমন্দ-ও এ সবের উপরে নির্ভর করে না। শুধু আমার বলে নয়, কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাঁদের অনুসরণকারী দেখে বিচার করা হয় না।’

অনেক প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করেন। এ প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘যেহেতু মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব রয়েছে। তাই হয়তো ইদানীং এই দিকেও খেয়াল রাখা হচ্ছে। কোনো ছবির নায়িকা সামাজিকমাধ্যমে জনপ্রিয় হলে ছবির বাণিজ্য বাড়বে।’ ওই অনুষ্ঠানে আগামী দিনে ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব বাড়তে চলেছে সে কথা জানাতে ভোলেননি তিনি। 

ইএইচ/