images

বিনোদন

সন্ধ্যায় ঘোষণা দেবেন তাসরিফ, তবে কি বিয়ে করলেন গায়ক? 

বিনোদন ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

সংগীতশিল্পী তাসরিফ খান মানবিক হৃদয়ের অধিকারী। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে। এবার এ গায়ক সামাজিক মাধ্যমে দিলেন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আজ শনিবার নিজের ফেসবুকে তাসরিফ লেখেন, আলহামদুলিল্লাহ! একেবারে ছোট পরিসরেই সব হয়েছে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাব।

পোস্ট দেখে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকে মনে করছেন হয়তো বিয়ে করেছেন তাসরিফ। তবে তা উড়িয়ে দিয়ে মন্তব্যের ঘরে তাসরিফ লিখেছেন, এত ভাগ্যবানও হই নাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে!

মাস দেড়েক আগে গুঞ্জন উঠেছিল দেশ ছাড়ছেন তাসরিফ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দেশের জন্য আমি সারাজীবনই করতে চাই। কিন্তু দেশে আমার থাকার যে অনেক… ছোটবেলা থেকেই বিদেশ শুনলে আমার ভালো লাগত না। কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমি দেখছি যে নোংরামিই আমি বলব…।’

আরও বলেছিলেন, ‘আমি দেশকে অনেক ভালোবাসি। আমার কাছে এগুলো আর ভালো লাগছে না। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে। এখন আমার ইচ্ছা করে হয়তোবা আমি দেশে থাকব না। হয়তোবা আগামী দুই-তিন বছর পর আমি দেশের বাইরে চলে যেতে পারি। আর দেশের সেবা করার জন্য আমাকে খুব বড় কিছু হতে হবে না।’

সিদ্ধান্তটি চাউর হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় হইচই। পরে গায়ক মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। বলেছিলেন, আমি দেশ ছাড়ছি না। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যকে সংক্ষিপ্ত করে অনেকেই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছেন; যা কোনোভাবেই পুরো সঠিক তথ্য নয়।’

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন গায়ক তাসরিফ খান। গান গেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছাত্রদের। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে গায়ককে।