বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় টিকটকার নাতাশা অ্যালেন। গত পাঁচ বছর ধরে তিনি সিনোভিয়াল সারকোমার ক্যানসারে আক্রন্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর।
সম্প্রতি নাতাশার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে। এক আবেগঘন পোস্টে নিশ্চিত করা হয়েছে নাতাশা গত ২২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভক্তদের উদ্দেশে প্রকাশ করা শোকবার্তায় লেখা হয়েছে, ‘নাতাশা ছিলেন অসাধারণ একজন মানুষে। যে সারাক্ষণ হাসি আর আনন্দে মেতে থাকতেন এবং তাঁর চারপাশের মানুষদের আনন্দে রাখতেন। তিনি অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছেন। সিনোভিয়াল সারকোমা সম্পর্কে সচেতনতা ছড়াতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মৃত্যুর পরেও তাঁর কর্ম মানুষকে অনুপ্রাণিত করে যাবে।’
পোস্টের আরও জানানো হয়েছে নাতাশার চিকিৎসার জন্য সংগৃহীত অনুদানের টাকা তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে ব্যয় করা হবে। এবং পূর্বে সংগৃহীত অর্থ সিনোভিয়াল সারকোমা ক্যানসার গবেষণার জন্য ব্যয় করা হবে।

২০২০ সালে যখন তাঁর হাঁটুতে টিউমার ধরা পড়ে তখনই ক্যানসারের স্টেজ ৩ ধরা পড়ে। বহুবার কেমোথেরাপি, রেডিয়েশন ও সার্জারির পর সাময়িকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ২০২১ সালের শেষদিকে তাঁর শরীরে ক্যানসার আবারও বাসা বাধতে শুরু করে। তখন ক্যানসারের কোষ ফুসফুসে পর্যন্ত ছড়িয়ে পড়ে।
গত কয়েক বছর ধরে অসুস্থ থাকা অবস্থায় নাতাশা নিজের চিকিৎসার অভিজ্ঞতা, কষ্ট, এবং লড়াইয়ের নানা দিক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। যা অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
নাতাশার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।
ইএইচ/