রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় টিকটকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় টিকটকার
মালিক টেইলর

মার্কিন জনপ্রিয় টিকটকার মালিক টেইলর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির নর্থ ক্যারোলিনা শহরের কনকর্ড কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। 

কনকর্ড পুলিশ বিভাগ দেশটির গনমাধ্যমকে জানিয়েছে, গত ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ল্যাপিস লেন এনডাব্লিউ-তে একটি দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা সেখানে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে আছে।

malik-taylor_2

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ওই গাড়িতে মালিক একাই ছিলেন। দেশটির ফরেনসিক বিভাগ ও কনকর্ড পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ নিশ্চিত করেছে তিনি কোনো অপরাধমূলক কার্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।    

মালিক টেইলরের মৃত্যুতে তাঁর দল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘যাঁরা তাঁকে চিনতেন, তাঁরা জানেন তিনি আশেপাশের সবাইকে হাসি ও আনন্দ ভরিয়ে রাখতেন। তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো।’

malik-taylor_1

শোকবার্তায় আরও লিখেছে, ‘তুমি আমাদের সঙ্গে খুব অল্প ছিলে। তোমাকে আমরা সব সময় মিস করব। তোমার আত্মা আমাদের অনুপ্রাণিত করবে বলে আশা করি।’

মালিকের মৃত্যুতে সবাই যেভাবে তাঁর পরিবার পাশে দাঁড়িয়েছে তারজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাঁর পরিবার। তাকে সবার প্রার্থনায় রাখার আহ্বান জানিয়েছে তাঁর দল।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর