বিনোদন প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম
রাজধানী ঢাকার উত্তরার একটি পোশাকের দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা বসিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
আপত্তিকর ভিডিও ধারণকারী ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে ইরফানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ইতোমধ্যেই মামলা করেছে। গতকাল রাতে উত্তরার পশ্চিম থানায় মামলা হয়েছে।’
ঘটনার বর্ণনা দিয়ে ইরফান বলেন, ‘আমার কাছের এক বড় ভাই ফোন করে বলেন উত্তরায় এমন একটা ঘটনা ঘটেছে ওঁরা তো একা তুমি একটু যাও। আমি উত্তরায় ছিলাম। আমি যতক্ষণে সেখানে পৌঁছায় তার আগেই অনেক মানুষ সেখানে জড়ো হয়। লোকজন তাঁদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। দুইজন কর্মচারী আগেই পালিয়ে যায়। যে মূল হোতা তাঁকে ধরতে পেরেছিল। পরে পুলিশ আসে। পুলিশ আসাতে গণধোলাই থেকে রক্ষা পেয়েছে।’
ভিডিও প্রকাশ করার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা বলেন, ‘ভিডিওতে যে দোকান দেখা যাচ্ছে ওই দোকানেই ঘটনাটি ঘটেছে। ভিডিও দিলাম কারণ, যারা এখান থেকে নিয়মিত কেনাকাটা করেন তারা যাতে ভবিষ্যতে সচেতন হয়ে যায়।’
ইএইচ/