রাজধানী ঢাকার উত্তরায় কাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে অবস্থিত এক শোরুমে ঘটনাটি ঘটে। বিষয়টি এক পোস্টে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম। আজ (সোমবার) উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে একটা কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরায় গোপনে মেয়েদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। ভুক্তভোগী ছিল আমার (ইরফান সাজ্জাদ) পরিচিত।’
বিজ্ঞাপন
এরপর তিনি লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে মেয়েটি ট্রায়াল রুমে সিসি ক্যামেরার অস্তিত্ব টের পায় এবং দোকানদারকে সাহসিকতার সাথে চার্জ করে। দোকানদার তাদেরকে সিনক্রিয়েট করতে নিষেধ করে এবং তাঁদেরকে দোকানে আটকে ফেলতে চায়। কিন্তু তাঁদের চিৎকারে আশেপাশের কিছু মানুষ সাহায্য করতে এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।’
সবশেষে ইরফান লিখেছেন, ‘ভুক্তভোগীর মতে কর্মচারীদের পালিয়ে যেতে বিল্ডিংয়ের লোক সাহায্য করে! এর মধ্যে পুলিশ আসে এবং লোকটির মোবাইলে অসংখ্য ভিডিও পাওয়া যায়! লোকটি দেখতে দাড়িওয়ালা ভদ্রলোক টাইপের! সাবধান থাকবেন আপনারা। চারপাশে সব ভদ্রবেশী নরপিশাচ!’
ইএইচ/

