বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে হলিউড ছবির অ্যাকশন আইকন জ্যাকি চ্যান মারা গেছেন। তবে বিষয়টি ভুয়া বলে জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ।
ফেসবুকে প্রচারিত পোস্টটিতে তিনটি ছবির সমন্বয়ে তৈরি একটি ছবি রয়েছে। যার একটিতে জ্যাকির মরদেহের ছবি ও মৃত্যুর পূর্বে হাসপাতালে অবস্থানকালীন সময় ধারণ করা ছবি দাবিতে দুটি ছবি তুলে ধরা হয়েছে। আরেকটি ছবিতে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে।

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান শেষে জানিয়েছে, জ্যাকি চ্যান মারা যাননি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি অভিনেতার মরদেহের ভুয়া ছবি তৈরি করে তার সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন পুরোনো একটি ছবি যুক্ত করে মিথ্যা দাবিটি প্রচার করা হয়েছে।
যেহেতু জ্যাকি চ্যান একজন আন্তর্জাতিক তারকা সেহেতু তিনি মারা গেলে তার মৃত্যুর খবরটি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত হবে। কিন্তু রিউমর স্ক্যানার অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে অভিনেতার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে জ্যাকি চ্যানের বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের ওয়েবসাইটে আজ ২০ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, জ্যাকি চ্যান সম্প্রতি সুইজারল্যান্ডের লুসান শহরে অবস্থিত দ্য অলিম্পিক হাউজের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সদর দপ্তর ভ্রমণ করেন। অলিম্পিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করেও তাঁর ভ্রমণের দুটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
যার একটি ভিডিও গত ১৮ আগস্ট এবং আরেকটি ভিডিও গত ১৯ আগস্ট প্রচার করা হয়। অপরদিকে তার মৃত্যুর দাবিতে করা পোস্টটি গত ১১ আগস্ট প্রচার করা হয়। সুতরাং, অ্যাকশন সিনেমার তারকা জ্যাকি চ্যান মারা গিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
ইএইচ/