বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, একই দিনে ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।
‘সুপারম্যান’-এর পাশাপাশি একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। অন্যান্য দেশে এরইমধ্যে মুক্তি পাওয়া এই ছবিটিও দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।
সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। ভক্তদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আবারও বড় পর্দায় আসছেন এই সুপারহিরো।
বিজ্ঞাপন
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। সুপারম্যানকে সবসময় দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। জানা গেল, এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে। ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান এমনটিই জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে।’ জেমস গান বলেন, ‘আমার কাছে ‘সুপারম্যান’ আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।’
এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন বলেও স্বীকার করেন জেমস গান। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কারও অনুভূতিতে আঘাত দিতে চান না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চান। প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।
কুংফু কারাতে আর জ্যাকি চ্যান ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। মার্শাল আর্ট অ্যাকশন সিনেমার সুপারস্টার জ্যাকি চ্যান আবারও পর্দায় এসেছেন ভক্তদের আকাঙ্খা পূরণে। এবারের সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। এটি কারাতে কিড ফ্র্যাঞ্চাইজির একটি নতুন কিস্তি যেখানে জ্যাকি চ্যান মিস্টার হান এবং রাফ মাচ্চিও ড্যানিয়েল লারসোর ভূমিকায় অভিনয় করেছেন।
এই ছবিতে জ্যাকি চ্যান তার ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার মি. হ্যান চরিত্রেই ফিরে এসেছেন। মি. হ্যান একজন সম্মানিত কুংফু মাস্টার ও লি ফং-এর গুরু, যিনি তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করতে সাহায্য করেন এবং ড্যানিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লি-কে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেন। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য অঞ্চলে ৪৬ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী মোট আয় হয়েছে ৯২ মিলিয়ন ডলার।

