images

বিনোদন

বিজয় থালাপতির সমাবেশে প্রাণ গেল যুবকের

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম

সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন দক্ষিণী সিনেমার সুপাস্টার অভিনেতা বিজয় থালাপতি। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) মাদুরাইয়ে অনুষ্ঠিত হয়েছে অভিনেতার রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশ। এটা ঘিরে হাজারও সমর্থকের ঢল নামে। সমাবেশ ঘিরে উল্লাসের মাঝেই বিজয়ের এক সমার্থকের মৃত্যু হয়েছে।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই যুবকের নাম প্রভাকরণ। সে বিজয়ের একনিষ্ঠ ভক্ত ও সমর্থক। বন্ধুদের সঙ্গে করে সমাবেশস্থলে যাচ্ছিলেন। মাদুরাই জেলার চাক্কিমানগালাম নামাক স্থানে গাড়ি থামালে তিনি বাইরে বের হন। বেশকিছু সময় পার হয়ে গেলেও ফিরে না আসায় বন্ধুরা খুঁজতে গিয়ে প্রভাকরণকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

অচেতন অবস্থায় দ্রুত তাঁকে মাদুরাই গভর্নমেন্ট রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। তবে শেষ রক্ষা হয়নি। আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজয়ের সমর্থক মহলে। যেদিন বিজয় মাদুরাইয়ের মঞ্চ থেকে রাজনীতিতে নিজের শক্তিশালী অবস্থান জানান দিলেন, সেই দিনই এক তরুণ ভক্ত তাঁর জীবন হারালেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই সমাবেশকে ধরা হচ্ছে রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে টিভিকে’র প্রতিষ্ঠার বড় পদক্ষেপ। 

থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় এটি। 

ইএইচ/