images

বিনোদন

শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ প্রবেশের চেষ্টা

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম

বলিউড বাদশা শাহরুখ খানের রোমান্স দেখতে হলে হুমড়ি খেয়ে পড়েন সিনেমাপ্রেমীরা। কিং খানকে ঘিরে ভক্তদের পাগলামীর অন্ত নেই। সম্প্রতি বান্দ্রার বাড়ি মান্নাত ছেড়ে মুম্বাইয়ের পালি হিলের বসবাস শুরু করেছেন অভিনেতা। 

মান্নাতের সংস্কার কাজ চলেছে। ফাঁকা বাড়িটি নজরে রেখেছেন প্রহরীরা। তবুও মান্নাত দেখার শখ কে অপূর্ণ রাখে? তাই অভিনব বুদ্ধি খাটিয়ে বাড়ির ভেতরে ঢোঁকার চেষ্টা করলেন ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। ডেলিভারি বয় সেজে সরাসরি মান্নাতে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে গার্ডদের বাঁধার মুখে ফিরতে হয়েছে তাঁকে। 

srk_home_

ঘটনার সূত্রপাত শুভমের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও দিয়ে। সেখানে দেখা যায়, তিনি জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশে মান্নাতের মূল ফটকের দিকে দিচ্ছেন। অভিনব পরিকল্পনায় তিনি নিজে দুটি কোল্ড কফি অর্ডার করেন। একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের নামে। প্রকৃত ডেলিভারি এজেন্টকে রাজি করিয়ে ব্যাগ নিজের কাঁধে ঝুলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গেট পেরোতে চান শুভম।

তবে কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মান্নাতের প্রবেশ করতে পারলেন না শুভম। মূল গেটে আটকানোর পর তাঁকে পেছনের দরজায় যেতে বলা হয়। ভিডিওতে দেখা গেছে, পেছনের দরজার প্রহরীরা কড়া জেরা শুরু করেন। যিনি কফি অর্ডার করেছেন তাঁকে ফোন করতে বলেন। শুভম অজুহাত দেখান, ফোন রিসিভ করা হচ্ছে না। তখনই এক প্রহরীর ঠাট্টা, “শাহরুখ খান যদি ফোন করেন, তাহলে পুরো কফি কোম্পানি নেচে আসবে।” শেষমেশ ধরা পড়ে যান ভুয়ো ডেলিভারি বয়।   

srk_home_2

বলে রাখা ভালো, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হাই-অকটেন অ্যাকশন থ্রিলার 'কিং' ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এ ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার অভিনয় করবেন। শাহরুখ-সুহানা ছাড়াও এতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, দীপিকা পাড়ুকোন ও রানি মুখার্জি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।  

ইএইচ/