বলিউড বাদশা শাহরুখ খানের রোমান্স দেখতে হলে হুমড়ি খেয়ে পড়েন সিনেমাপ্রেমীরা। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের বাবা। তবুও কিং খানকে ঘিরে নারী ভক্তদের পাগলামীর অন্ত নেই। কম যান না বলি নায়িকারা।
শাহরুখের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সুসম্পর্কের সুবাদে নিয়মিত মান্নাত-এ যাতায়াত ছিল অভিনেত্রীর। ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর তারকা জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যেত গোপনে প্রেম সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ-প্রিয়াঙ্কা।

শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন আরও উত্তাপ ছড়ায় গোপনে বিদেশ ভ্রমণ। সে সময় শোনা গিয়েছিল গোপনে বিয়ে সেরেছেন। সেই গুঞ্জন ঝড় তুলেছিল মান্নাতের অন্দরমহল। একের পর এক খবর রটতে থাকে। যা মেনে নিতে পারেননি শাহরুখ পত্নী। মান্নাত ছেড়ে এক কাপড়ে দিল্লিতে মায়ের বাড়িতে চলে যান গৌরী খান।
ভালোবেসে গৌরীকে বিয়ে করেন শাহরুখ। প্রিয়াঙ্কার কারণে সে সম্পর্ক নষ্ট হতে বসেছিল। তবে শাহরুখ কখনও চাননি স্বামী-স্ত্রী মধ্যে ফাটল ধরুক। গৌরীকে ফের মুম্বাইয়ে ফিরিয়ে আনেন অভিনেতা। তবে শাহরুখ পত্নীর শর্ত ছিল প্রিয়াঙ্কার সঙ্গে কোনো যোগাযোগ রাখাতে পারবে না। স্ত্রীর এই শর্তকে অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন শাহরুখ। সে বিতর্কের পর কেটে গেছে বহু বছর। এখন দুইজনেই পরিবার ও অভিনয় নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন।
ইএইচ/

